ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:৫১ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩১

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬)। পুলিশ তার ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ জানায়, রামপুরা বনশ্রী এলাকার সি ব্লকের বাসায় রবিবার রাত ১০টার দিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালান খালিদ সাইফুল্লাহ।

বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম টিমের নজরে এলে পুলিশ বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সাইবার ক্রাইম বিভাগ থেকে তাৎক্ষণিক বিষয়টি রামপুরা থানাকে অবহিত করা হয়।’

ওসি বলেন, ‘ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে আমি ফোর্সসহ বনশ্রী সি ব্লকের ওই বাড়ির নিচতলায় খালিদের ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।’

পুলিশ বলছে, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেলেও পুলিশ নিশ্চিত হতে পারেনি। এ ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। খালিদ সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না তা তদন্তের পর বলা যাবে।’

(ঢাকাটাইমস/০২অক্টোবর/আরআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :