প্রতিবন্ধী রাসেলকে নতুন ভ্যান উপহার কেএমপি কমিশনারের

শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল শেখকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছেন খুলনা মহানগর পুলিশ (কেএমপি) পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সোমবার বেলা দেড়টায় সদর দপ্তরস্থ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভ্যান বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে কেএমপি কমিশনার বলেন, ‘খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, জুয়া ও দেহ ব্যবসাসহ বিভিন্ন ধরনের ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ মানবিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনাকালে মানবিক কাজে আমরা পিছপা হইনি। গত ১১ আগস্ট খানজাহান আলী থানার শিরোমনি এলাকার রাসেল নামে এক ব্যক্তির ভ্যান গাড়ি হারিয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মা এবং দুজন বোন রয়েছে। সে তিন বছর যাবৎ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে একটি এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে একটা ভ্যান গাড়ি ক্রয় করে। ওই দিন রাত ৩টা থেকে ৪টার মধ্যে তার ভ্যান চুরি হয়ে যায়।
রাসেল তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে ভ্যান চুরি হওয়াতে মানবেতর জীবনযাপন করে আসছিল। ভ্যানটি চুরি হওয়ায় রাসেলের পরিবারে দুর্ভোগ নেমে আসে। সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে থানা অফিসার ইনচার্জ চুরি মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে উক্ত বিষয়টি পুলিশ কমিশনারকে অবগত করলে থানার অফিসার ইনচার্জ খানজাহান আলীকে প্রাথমিক সহায়তা প্রদান করার নির্দেশনা প্রদান করেন কেএমপি কমিশনার।
কেএমপি কমিশনার বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ শুধু আইন-শৃঙ্খলার রক্ষার কাজেই নিজেদের নিয়োজিত রাখেননি। মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন রাসেলের পরিবারের প্রতি। তারই অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দিয়েছি এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়া প্রদান করবেন এবং অন্যটি দিয়ে নিজে উপার্জন করবে।
এছাড়াও তাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত আছে বলে জানান কমিশনার। খুলনা মেট্রোপলিটন পুলিশে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমাদের সাধ্য অনুযায়ী নিম্নবিত্ত , অসহায় মানুষের পাশে থাকবেন বলেও জানান মোজাম্মেল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুমিল্লায় বাসে আগুন

শোকজের জবাব দিয়েছি, কমিটি সন্তুষ্ট কিনা পরে জানা যাবে: ব্যারিস্টার সুমন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

তাড়াশে রসুন চাষে স্বপ্ন দেখছেন কৃষক

আড়াই বছর পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের চাপায় নিহত ২

নোয়াখালী হানাদার মুক্ত দিবস আজ

শেরপুর মুক্ত দিবস আজ

বিয়ের ১৯ দিন পর কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
