কেন্দুয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ গ্রামবাসী

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩০
অ- অ+
গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সবাই এক কাতারে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ননের কাউরাট গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে আলোচনার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে গ্রামবাসী।

সোমবার কাউরাট গ্রামের ফরিদ খাঁর বাড়িতে স্থানীয় সঞ্জু মিয়ার সঞ্চালনায় এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কায়সারের সভাপতিত্বে কাউরাট গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, আবুল বাশার প্রমুখ।

তারা বলেন, এই গ্রামে মাদকসেবী ও মাদকবিক্রেতাদের কোনো স্থান নেই। আমরা চাই উপজেলার মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসাবে কাউরাট স্বীকৃতি লাভ করবে। আমরা সেভাবেই এগিয়ে যাব।

সভাপতি সারোয়ার জাহান কায়সার বলেন, মাদক দ্রব্য হলো একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এবং যা আসক্তি সৃষ্টি করে। মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত থাকে তন্দ্রাচ্ছন্নতা, মেজাজ পরিবর্তন, মানসিক, আচ্ছন্নতা রক্তচাপ পরিবর্তন ইত্যাদি । মাদক দ্রব্য গ্রহণ করলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তিনি আরও বলেন, মাদক বা ড্রাগস হলো বিষধর সাপের বিষাক্ত ছোবলের মতো যা প্রতিনিয়ত একজন মাদকাসক্ত ব্যক্তিকে ধীরে ধীরে তার দংশনে নি:শেষ করে দেয়।

এ সময় কাউরাট গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা