আ.লীগের সঙ্গে এনডিআইয়ের প্রতিনিধি দলের বৈঠক সোমবার
আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার। দুপুর সাড়ে ১২টায় হোটেল শেরাটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলটি গতকাল শনিবার বাংলাদেশে আসে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধি দলটি।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনি অংশীজনদের সঙ্গে দেখা করবে।
এরই মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বৈঠকের ব্যাপারে অবগত করা হয়েছে। আওয়ামী লীগও এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য সম্মতি দিয়েছে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমদ ঢাকা টাইমসকে বলেন, ‘প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে।’
(ঢাকাটাইমস/৮অক্টোবর/জেএ/এফএ)