দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি: উম্মে কুলসুম স্মৃতি

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৪৮
অ- অ+

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি সাহসী পদক্ষেপ। দারিদ্র বিমোচন, বৈষম্য কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ প্রতি বছরই বাড়ছে। একসময় দারিদ্র মানুষের দিন কেটেছে বঞ্চনা-লাঞ্ছনায়, সেই দারিদ্রতার মুখে আজ হাসি ফোটাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি।

শনিবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন দামোদরপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত উদ্দেশ্য হলো সোনার বাংলা গড়ে তোলা। যেখানে কোনো দারিদ্রতা থাকবে না। জাতির জনকের সোনার বাংলা গড়ার দিকে দেশকে নিয়ে যাওয়ার পদক্ষেপের অংশই হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। দেশে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রতি বছর বাজেটের একটি বড় অংশ এ খাতে বরাদ্দ রাখা হয়।

কৃষক লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে আওয়ামী লীগ আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সবার মুখে হাসি ফুটিয়েছে, সেই আওয়ামী লীগকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় বসাতে হবে। তাহলে দেশের মানুষ ভালো থাকবে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে কান্তানগর বিনয়ভূষন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাজ সেবক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. সহীদুল্যাহেল কবীর ফারুক, উপকারভোগী জমিলা বেওয়া, আজিজুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা