মানুষের ভালোবাসায় আমরা আগামীতেও এগিয়ে যাবো: পীর মিসবাহ্

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ২২:৫৫

নিজের সম্পদ বৃদ্ধির জন্য এই পদ-পদবী আমি ব্যবহার করিনি, ব্যবহার করেছি মানুষের কাজের জন্য। সংসদে কথা বলেছি এলাকার সমস্যা নিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

শনিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে রাবার বাড়ি ভৈষবেড় সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

সুনামগঞ্জ সদর এলজিইডির বাস্তবায়নে ব্রিজটি নির্মাণে ব্যয় হয় ১৪ কোটি টাকা।

এ সময় তিনি বলেন, কোনো মানুষের ক্ষতি করিনি। আমি আগামীদিনেও আপনাদের সহযোগিতা চাই অতীতের মতো। আগামীদিনে এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ঐক্যের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ মানুষের ভালবাসায় আমরা আগামীতেও এগিয়ে যাবো। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি সুনামগঞ্জকে ভালবাসেন। অনেক উন্নয়ন আমাদেরকে উপহার দিয়েছেন।

মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে ও নুর হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :