পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

​​​​​​​টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৭
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ জুনায়েদ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে মাঝুখান এলাকা তাকে আটক করা হয়।

জুনায়েদ পূবাইল থানার মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার মো.জাকিরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূবাইল থানার মিরের বাজার তালটিয়া মা শিশু কেন্দ্রের সামনে থেকে মো. সুজন নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ ঘটনাস্থল আশেপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি জুনায়েদকে শনাক্ত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সকালে মাঝুখান এলাকা থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা