ভৈরবে কাভার্টভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্টভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকাল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মোল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া উপজেলার গজারিয়া গ্রামের নামাপাড়া এলাকার বেপারি বাড়ির মৃত তোতা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই কুরিয়া সার্ভিসের পার্সেল ডেলিভারি দিতে গিয়ে কিশোরগঞ্জ - ভৈরব আঞ্চলিক সড়কে ভৈরবমুখী একটি কাভার্টভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইয়াছিন মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই মো. সাকের জানান, সড়কে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ইয়াছিন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা যাচ্ছে কাভার্টভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে তিনি জানান।
(ঢাকা টাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন