কীসে গেছিলাম নড়িয়াতে মনে আছে? ডিঙি নৌকায়: প্রধানমন্ত্রী
এক সময় প্রমত্তা পদ্মা নদী লঞ্চে পার হয়ে ডিঙি নৌকায় করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যেতে হতো। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সে অবস্থা এখন আর নেই। ঢাকা থেকে মাত্র দুই ঘণ্টায় বাসে করে যাওয়া যায় নড়িয়াতে।
সোমবার দেশের ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও জয় বাংলা এভিনিউসহ ৮০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সে বিষয়টি স্মরণ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কীসে গেছিলাম নড়িয়াতে মনে আছে? ডিঙি নৌকায়। ডিঙি নৌকায় চড়ে ছাতি মাথায় দিয়ে যেতে হয়েছিল।
শেখ হাসিনা বলেন, জাজিরা নড়িয়া আমি কিন্তু সেই লঞ্চ থেকে নেমে ডিঙি নৌকায় করে মিটিং করি। আজকে আর সেই অবস্থা নাই। পদ্মা সেতু দিয়ে দুয়ার খুলে দিয়েছি।
তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এসময় শরীয়তপুর প্রান্তে জয় বাংলা এভিনিউতে উপস্থিত পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, জি, মনে আছে আপা।
শেখ হাসিনাকে সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি মনে করিয়ে দেন উপমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ বিদ্যুৎও আছে।
সরকারপ্রধান বলেন, ‘মানুষের হার্ট ব্লক হলে মারা যেতে পারে। আমাদের নদী ও খালগুলো মানুষের জীবনের মতো। তাই এগুলোকে প্রবাহিত রাখতে আমাদের ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্পের নামে দেশে বিভিন্ন সময়ে নদী, খাল, বিল এমনকি পুকুর ভরাট করা হচ্ছে, যা অত্যন্ত জঘন্য কাজ।’
‘সুতরাং নদী ও অন্যান্য জলাশয়ের পানির প্রবাহ বজায় রেখে প্রতিটি উন্নয়ন প্রকল্প আমাদের নিতে হবে। আমাদের দেশে যখনই কোনো প্রকল্প নেওয়া হয়, তখনই পানিসম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হয়’—বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে যে কোনো উন্নয়ন প্রকল্পের জায়গায় অন্তত একটি জলাধার নির্মাণের নির্দেশ দেন।
(ঢাকা টাইমস/১৬ অক্টোবর/এমএইচ/ইএস)