মাদারীপুরের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ২০:৫৬
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খানকে সাময়িক বহিষ্কার করেছে শিবচর উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী।

এর আগে গত ১২ অক্টোবর মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নিয়ে যান ছাত্রলীগ নেতা, এমন এক‌টি অডিও ফোনালাপ ফাঁস হয়। যা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ শিবচর উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খানকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিয়ে শিবচর উপজেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

শাহজাহান খান বন্দরখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হালেম খানের ছেলে।

উল্লেখ্য, কয়েক দিন আগে শাহজাহান খানের সঙ্গে এক নারীর একটি কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। ওই অডিওতে শাহজাহানকে বলতে শোনা যায়, সে মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নেন। এই সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর আলোচনা-সমালোনার সৃষ্টি হয়।

(ডাকাটাইমস/১৯ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা