জবিতে অভিনেত্রী শায়লা সাথীর স্পর্শকাতর স্থানে শিক্ষার্থীর হাত! তারপর…

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৩, ১১:২৯

ইউটিউব নাটকে অভিনয় করে তরুণ প্রজেন্মের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন শায়লা সাথী। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেই অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শায়লা সাথীর অভিযোগ, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত শান্ত চত্বরের সামনে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শায়লা একই শিক্ষাপ্রতিষ্ঠানের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নাটকের এই অভিনেত্রী জানিয়েছেন, যৌন হেনস্তার ওই ঘটনায় তিনি অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকতের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে শায়লা সাথী জানান, ‘এই ছেলেটি অনেক দিন ধরে আমাকে জ্বালাতন করছিল। কিন্তু আমি পাত্তা দিতাম না। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম।’

অভিনেত্রীর দাবি, ‘এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি পেছন থেকে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এরপর আমি ভয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানাই। সে প্রতিবাদ করলে সৈকত তাকে মারধর করে।’

এদিকে, অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরদের বলেন, ‘আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না।’ এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ছেলেটির সঙ্গেও কথা বলেছি। সিসি ক্যামেরা দেখে মেয়েটির অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :