মির্জাপুর থানার নতুন ওসি রেজাউল করিম

টাঙ্গাইলের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম।
শুক্রবার রাতে তিনি বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রীধারী রেজাউল করিম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন।
এর আগে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও টাঙ্গাইল জেলার সখীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামে।
বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ২০২২ সালে মির্জাপুর থানায় যোগদান করে ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছেন।
ওসি মো. রেজাউল করিম বলেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত মির্জাপুর গঠনে দায়িত্ব পালন করব।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন