বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন করা হবে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ২২:৪৪
অ- অ+

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, উন্নয়নের নামে সারাদেশে লুটপাট করা হচ্ছে। বর্তমানে কিছু মানুষের উন্নয়ন হচ্ছে, তারা দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকলের উন্নয়ন করা হবে।

শনিবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয়া শুভেচ্ছা।

শামা ওবায়েদ উপজেলার তালমা বাজার পূজামণ্ডপ, কাঠিয়া কালিবাড়ী পূজামণ্ডপ, লস্করদিয়া বাজার পূজামণ্ডপ, নগরকান্দা পৌরসভার কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির পূজামণ্ডপ, গাংজগদিয়া পূজামণ্ডপ, ট্রলার ঘাটা পূজা মণ্ডপ, চৌমুখা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, বাবু গোসাই দাস মালো, ডা. রনদা প্রসাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা