পূজা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

মাদারীপুরের রাজৈরে পূজা দেখে বাড়ি ফেরার পথে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং চালক আহত হয়েছেন।
মঙ্গলবার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বড়ুয়া গ্রামের অনিক হাজরা (২২) ও একই গ্রামের অঞ্জন হাজরা (১৭)।
এদের মধ্যে মোটরসাইকেল চালক নয়ন হাজরা প্রাথমিক চিকিৎসা নেয়ার পর পালিয়ে যায়।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি গভীর রাতে রাজৈর ও কোটালিপাড়া আঞ্চলিক সড়কে হওয়ায় প্রথমে জানাজানি হয়নি। যতটুকু জেনেছি, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আর ইজিবাইক চালক পালিয়ে গেছে। ফলে কাউকে চিহ্নিত করা যায়নি। পরে নিহতের পরিবার মৃতদেহ সৎকার করেছে।
(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন