সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪ নেতাকর্মী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৫:১৪
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সক্রিয় কর্মী এনায়েত বিন আমান (৪৩), শহিদুল ইসলাম (৪২), আবু জোবায়ের ওরফে আরিয়ান (১৮) এবং ছালাউদ্দিন (৪৫)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ শুধু বিএনপির না, এই সমাবেশে বাংলাদেশের ১৮ কোটি মানুষের। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ায় জন্য ঢাকার মহাসমাবেশে মানুষ দলে দলে যোগদান করবেন। এসব গ্রেপ্তার ও বাধা দিয়ে জনস্রোত ঠেকানো যাবে না।

আটকের বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল টিম অভিযান পরিচালনা করে। যারা পরোয়ানাভুক্ত আসামি তাদেরই শুধু গ্রেপ্তার করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা