বিএনপির সমাবেশের দিন সংঘর্ষ: আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

বিএনপির ডাকা মহাসমাবেশের দিন শনিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে আহত প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। রবিবার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে তিনি জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়েন। এ সময় তিনি রিকশা উল্টে পড়ে গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় বারডেম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে ফেরার পর লাশ দাফন করা হবে।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/টিএ/ইএস)

মন্তব্য করুন