কানাইঘাটে জেলা পরিষদের বইপড়া উৎসবের প্রস্তুতি সভা

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ২২:৪৪

সিলেট জেলা পরিষদের আয়োজনে ইনোভেটর বইপড়া উৎসব বাস্তবায়নের লক্ষে কানাইঘাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

সভায় উপজেলার ২টি কলেজ, ২টি মাদরাসা ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ বলেন, সিলেট জেলা পরিষদ প্রথমবারের মতো শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার জন্য উপজেলা পর্যায়ে বই পড়া উৎসবের আয়োজন করেছে। প্রতিটি উপজেলায় বই পড়া উৎসবে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং মেধা বৃত্তিতে উপজেলা ও জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। এ লক্ষে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, সিলেট জেলা পরিষদের বইপড়া উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন ও বইপড়ায় উৎসাহিত হবেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।

আরও উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক সিরাজুল হক, প্রভাষক ফয়সল আহমদ পারভেজ, কানাইঘাট মনসুরিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ, পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া, কলামিস্ট মিলন কান্তি প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :