সোনারগাঁয়ে যুবদলের নৌপথ অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৯:৩৫| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:৪১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের মেঘনা নদীতে একটি ট্রলারে চড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

এছাড়া এশিয়ান হাইওয়ে সড়কের মিরেরটেক এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচি সফল করতে একটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন তারা। এছাড়া ছাত্রদল নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেন।

সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/০২নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা