ঢাকা-খুলনা রুটে প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু

ফরিদপুর রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্রেন। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় রওনা হয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ফরিদপুর রেলস্টেশন এসে পৌঁছায়।
বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর আগে থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ, সাড়াও পাচ্ছেন ভালো বলে জানান ফরিদপুরের স্টেশন মাস্টার তাকদীর হোসেন।
তিনি বলেন, ফরিদপুর স্টেশনে এই ট্রেনটির যে কটা সিট বরাদ্দ ছিল তা সবগুলোই আগেই বিক্রি হয়ে গেছে। বেশকিছু যাত্রী দাঁড়িয়েও গিয়েছে।
এদিকে ট্রেনটিকে দেখার জন্য আগে থেকেই স্থানীয় জনসাধারণ স্টেশনে উপস্থিত হয়। তারা ট্রেন ও ট্রেনের যাত্রীদের হাত নেড়ে স্বাগত জানান।
(ঢাকাটাইমস/০২ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন