পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ১৬:১৩
অ- অ+

পারিবারিক কলহের জেরে মাদারীপুরের কালকিনিতে মো. বাবু বেপারী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিহত বাবু বেপারী পৌর এলাকার কাশিমপুর গ্রামের আক্কাস বেপারীর ছেলে।

শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত বাবু বেপারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বাবু বেপারী পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহত বাবু বেপারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা