মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৩ কর্মী আটক

মাগুরায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে স্বেচ্ছাসেবক দলের ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লুৎফর জোয়ার্দ্দার (৬৫), রাজীব মণ্ডল (২৫) ও মুকুল মোল্লা (৫০)।
আটক লুৎফর জোয়ার্দ্দার হোগলডাঙ্গা গ্রামের ৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং বাকি ২ জন দলীয় সমর্থক বলে নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু।
তিনি মুঠোফোনে জানান, কছুন্দী ইউনিয়নের কেষ্টপুর বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবরোধ পালন করছিল। পুলিশ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের ওপর অমানুষিক নির্যাতন করে আহত করে জনগণের ওপর দায় চাপাচ্ছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
মাগুরা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কেষ্টপুর বাসস্ট্যান্ডে অবরোধ পালনে নাশকতার উদ্দেশ্যে যানবাহন গতিরোধ করার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে গণপিটুনি দেয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা মামালার প্রস্তুতি চলছে।
এছাড়া বিকাল ৪টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।
(ঢাকাটাইমস/৫নভেম্বর/এআর)

মন্তব্য করুন