২৮০ রানের লক্ষ্যে নেমে ৪১ রানে দুই ওপেনারকে হারালো টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৯:৫০ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৯:৪০

শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের টার্গেটে খেলতে ছয় ওভারে ৪১ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। দুটি চারের সাহায্যে নয় রান তুলে দলীয় ১৭ রানে আউট হন তানজিদ হাসান তামিম। আর ৪১ রানে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস। তিনি দুটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২২ রান করেন।

এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভার শেষে বাংলাদেশের রান ৫৪। সাকিব আল হাসান ৬ ও নাজমুল হোসাইন শান্ত ১৩ রানে ব্যাট করছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রান তোলে শ্রীলঙ্কা।

মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর নিয়মিত বিপরীতে উইকেট হারায় লঙ্কানরা। ১৩৫ রানেই তারা হারায় ৪ উইকেট। এরপরেই টাইম আউটের শিকার হয়ে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৩৫ রানে ৫ উইকেট যাওয়ার পর দলের হাল ধরেন চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তিনি আজ তুলে নেন সেঞ্চুরি। তার শতকে ভর করে শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে অভিষেক বিশ্বকাপ ম্যাচে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

ঢাকাটাইমস/০৬নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :