ভারতে পৌঁছেছেন ২৮ অক্টোবর আহত পুলিশ সদস্য রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ১৭:১১
অ- অ+

গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত পুলিশ সদস্য নায়েক আব্দুর রাজ্জাক চিকিৎসার জন্য ভারতে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি ভারতের ভেলুরে পৌঁছান। এতো দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।

ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন আহত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাকের ছোট ভাই আব্দুর সাত্তার। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে ভারতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে, পুলিশ হেডকোয়াটার্সের একটি টিমের উপস্থিতিতে ভারতের দিল্লি অ্যাপোলো হাসপাতালের উদ্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়েন রাজ্জাক। এ সময় ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহতদের মধ্যে নায়েক আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর ছিল। বাকিরা সুস্থ হলেও আব্দুর রাজ্জাককে এতো দিন ঢামেকের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে আজ ভারতে নিয়ে যাওয়া হবে।’

২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক।

ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ৫৫ বছর বয়সী রাজ্জাকের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এলএম/এসকে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা