মুগদায় ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

রাজধানীর মুগদায় ঘুমন্ত স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিহতের অভিযুক্ত স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার এসআই মো. আবু সালেহ জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। আর এসব নিয়ে শহিদুলকে ডিভোর্সের হুমকিও দেন পিংকি। এরই জের ধরে শুক্রবার সকালে ঘুমন্ত স্ত্রী পিংকি কে মসলা বাটার শীল দিয়ে মাথায় ও মুখমন্ডলে একাধিক আঘাত করেন স্বামী শহিদুল ইসলাম এবং এতে পিংকি মারা যান।
সংবাদ পেয়ে মুগদার ওই বাসা থেকে পিংকির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল গৌরনদী উপজেলার মৃত আলমগীর হোসেন ও ময়না বেগমের মেয়ে পিংকি। মুগদার মান্ডা কদম আলী ঝিল পাড় আব্দুল মজিদ হাজী বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। পিংকির স্বামী শহিদুল ইসলাম রিয়াজ পেশায় ব্যাবসায়ী। তাদের দুই মেয়ে রয়েছে।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এইচএম/কেএম)

মন্তব্য করুন