গাজীপুরে রেললাইনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুর অংশে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে ভুরুলিয়া এলাকার রেলওয়ে সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি তেমন বড় নয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানো আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। কে বার কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাজীপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, রাত পৌনে ৮টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায়। ছোট আগুন হওয়ায় সেটি নিয়ন্ত্রণ হয়ে গেছে।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন