পর্তুগালে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লিসবন (পর্তুগাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১৪:০৩

বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম পর্তুগালের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লিসবনের বাঙালি অধ্যাষ্যিত এলাকা রুয়া দো বেনফরমোসোর স্থানীয় রাধুনী রেষ্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সহ সভাপতি কাজী ইমদাদ মিয়ার সভাপতিত্বে ও পর্তুগাল বিএনপি নেতা, কাজী মইনুর ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকিতুর রহমান চৌধুরী সেলিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পর্তুগাল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজমল আহমদ, প্রচার সম্পাদক আবদুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, যুবদল নেতা মহিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিসবাদী সরকারকে আন্দোলন ছাড়া হটানো যাবে না। খালেদা জিয়ার মুক্তি জন্য আন্দোলনের বিকল্প নেই। ২৮ অক্টোবর থেকে আন্দোলনরত বিএনপির সকল নেতৃবৃন্দের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাসাস এর সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুবদল নেতা এমদাদুল হক স্বপন, বিএনপি নেতা হাসিব আহমদ, বৃহত্তর বরিশাল ফোরামের এম কে নাসির, বিএনপি নেতা কবির আহমদ, আশরাফ আহমদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন সিহাব, সিহাব উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক জালালাবাদ থানা সেচ্ছাসেবক দল দিলওয়ার আহমেদ রাফি, সিলেট জেলা আরাফাত রহমান কোকো পরিষদের যুগ্ম আহবায়ক দিলাল আহমদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানবীর তারেক, মতুজ আলী, ইন্জিনিয়ার নিরব হোসেন, সায়েম আহমদ, আমির আলি, সাবেক ছাএদল নেতা সিলেট রুহুল আমিন, আবদুল মালেক, খায়রুল ইসলাম, সোহাগ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :