লক্ষ্মীপুরে বিএনপির সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১১:২৪| আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:০১
অ- অ+

লক্ষ্মীপুরে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কে অবস্থান করে সড়ক অবরোধ করে তারা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর-ভোলা সড়কে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় বিএনপির ঘোষিত এক দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন তারা।

এদিকে ঢাকা-রায়পুর সড়কের দালালবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা (পশ্চিম) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সড়কে অবস্থান করে সড়ক অবরোধ করে।

এছাড়া জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে জটিকা মিছিল করার কথা শোনা গেলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ বলছেন সব ধরনের নাশকতা রুখতে আমরা সতর্ক রয়েছি।

সকাল থেকে দূরপাল্লার কোনো বাস না চললেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল, স্থায়ী শান্তিতে উদ্যোগী ট্রাম্প
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা