সরেজমিনে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়

নেতারা আসছেন না, মনোনয়ন তুলছেন অনুসারীরা

জাফর আহমেদ, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৫০ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৪০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধিরা। ছবি: ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনেও চলছে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া। রবিবার সকাল ১০টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগে থেকেই নেতাকর্মীরা এসে লাইনে দাঁড়ান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় আরও বাড়তে থাকে। দুপুরের পরে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের সামাল দিতে হিমসিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবীদের।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের পক্ষ থেকে ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধিরা। ছবি: ঢাকা টাইমস

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রবিবার সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন মনোনয়ন প্রত্যাশীরা। সকাল ৯টার পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে হিমসিম খাচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন।

দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে যারা ফরম সংগ্রহ করেছেন: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি, ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়সহ অনেকেই।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। ফরম বিক্রি ও জমা নেওয়া হবে আগামী মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেশি থাকলে একদিন মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম বাড়ানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার আট বিভাগে ১০৭৪টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেএ/আরআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :