রাজবাড়ী-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন টিপু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
রবিবার দুপুরে নিজ সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তিনি ভীষণভাবে আশাবাদী টিপু। বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। দুর্দিনের কথা স্মরণ রেখে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দলীয় মনোনয়ন বোর্ড আমাকে রাজবাড়ী- ২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনীত করবে বলে আশাবাদী।
এর আগে গত শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন