সাকিব পলিটিক্সের ‘পি’ও জানে না, ও কেন নির্বাচন করবে: মিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ১৩:০৯| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩:৪৭
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এই অলরাউন্ডার।

এ নিয়ে দুদিন ধরে পক্ষে-বিপক্ষে কথা চালাচালি চলছে। তালিকায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী, ক্রিকেটের সতীর্থদের পাশাপাশি রয়েছেন শোবিজ তারকারাও।

সেই ধারাবাহিকতায় এবার সাকিবের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। তার মতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের।

অভিনেতা বলেন, ‘সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক করুক।’

মাশরাফির উদাহরণ টেনে মিশা বলেন, ‘মাশরাফি ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে এসেছিলেন। সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।’

সাকিবকে প্রশংসায় ভাসিয়ে মিশা আরও বলেন, ‘সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। ওর মতো কেউ দীর্ঘ সময় ধরে অলরাউন্ডার ছিল না। দেশ ও বিশ্বকে দেওয়ার মতো ক্রিকেটে অনেক কিছু রয়েছে। সাকিব অনেক ইয়াং এখনো। ওকে দেখলে মানুষ বলবে, আমার ছেলে সাকিব হোক, এরকম স্বপ্ন দেখবে মানুষ।’

অভিনেতা বলেন, ‘আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কেমন হবে? রাজনীতি মানে হচ্ছে―হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে। বিপক্ষের মানুষ সমালোচনা করবে। কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায়।’

মিশা সওদাগর চান, সাকিব এখনই রাজনীতিতে না আসুক। তিনি বলেন, ‘এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই রাজনীতি বাদ দেওয়া উচিত। ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা