প্রবীর মিত্র এবং তার পরিবার নিয়ে গুজবের নেপথ্যে কারা?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১২:১১| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:২৮
অ- অ+

শেষ বয়সে এসে পরিবারের সদস্যদের নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। সোমবার সকাল থেকে এমনই খবর ঘুরপাক খাচ্ছিল সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। প্রমাণ হিসেবে অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকারও প্রচার করা হচ্ছিল।

আসলেই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রবীর মিত্র এবং তার পরিবার? অবশেষে সত্যিটা জানালেন অভিনেতার ছেলে মিঠুন মিত্র। তিনি গণমাধ্যমকে জানালেন, যে খবর ছড়িয়েছে তা মোটেই সত্যি নয়। সবই গুজব। মিঠুন বলেন, ‘বিষয়টি নিয়ে বাবাসহ আমরা সবাই খুব বিব্রত।’

কিন্তু কারা এই গুজবের নেপথ্যে? মিঠুন বলেন, ‘সে সম্পর্কে আমরা কিছু জানি না। ফেসবুকে আমরাও দেখেছি নানা খবর আর ভিডিও। এসব গুজব কারা ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে, আমরা ঠিক বলতে পারব না।’

মিঠুন এও বলেন, ‘আমার মা মুসলিম ছিলেন। তবে বাবা সনাতন ধর্মই পালন করছেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুজব গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীর মিত্রের মৃত্যুর খবর ছড়িয়েছিল। সেসব নিয়েও বিব্রত ছিলেন তার পরিবার এবং তিনি নিজেও। একজন জীবিত মানুষকে কীভাবে মানুষ না জেনে মেরে ফেলতে পারে, সেই প্রশ্ন গণমাধ্যমে রেখেছিলেন অভিনেতা।

ব্যক্তিজীবনে অজান্তা মিত্রকে বিয়ে করেছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী ২০০০ সালে মারা যান। অভিনেতার সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা