লেবাননের বিপক্ষে প্রথমার্ধে একাধিক গোল মিসের হতাশায় ডুবল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৫০

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে লেবাননের বিপক্ষে ভালো খেলেও প্রথম আর্ধে গোলশূন্য থাকতে হয়েছে বাংলাদেশকে। একটি, দুটি নয়, লেবাননের বিপক্ষে প্রথমার্ধে কমপক্ষে তিনটি গোলের সুযোগ মিস করেছে বাংলাদেশ। লাল সবুজের সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন মোরসালিন-সোহেলরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা পৌনে ছয়টায়।

র‌্যাঙ্কিং ব্যবধানে বাংলাদেশের তুলনায় ৭৯ ধাপ এগিয়ে লেবানন। তবে ঘরের মাঠে সে ব্যবধান পাত্তা না দিয়ে আধিপত্য দেখিয়েছে জামাল ভূঁইয়ারা। তবে আক্ষেপটা রয়ে গেছে সুযোগ পেয়েও গোল করতে না পারার।

২৪ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নারে বিশ্বনাথের দুর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তাফা মাতার।

পরের মিনিটেই বাম দিক থেকে মোরসালিনের কাটব্যাক থেকে বক্সে বল পেয়েছিলেন মো. জুয়েল রানা। কিন্তু জুয়েল শট নেওয়ার আগেই দ্রুত বল ক্লিয়ার করেন লেবাননের এক ডিফেন্ডার।

৩৪ মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি। তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলটির সামনে। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির বাঁশির আগের মিনিটে আবার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। আবার সেই মোরসালিন সহজ সুযোগ নষ্ট করেছেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্স থেকে বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। পারলে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, সোহেল রানা-২, ফয়সাল আহমেদ ফাহিম ও মোরসালিন। (ঢাকাটাইমস/২১ নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে হারানোর পর যা বললেন শান্ত

সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :