দেউলিয়া ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো, সম্পত্তি বাজেয়াপ্ত!

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ১৬:৪৯
অ- অ+

দেউলিয়া হয়ে চরম অর্থ সংকটে পড়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কিংবদন্তি রোনালদিনহো। জীবনের ক্রান্তিলগ্নে এসে কঠিন অনটনে দিন পার করছেন তিনি। জানা গেছে, অর্থের অভাবে ব্রাজিলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কয়েক মিলিয়ন কর পরিশোধ করতে পারছেন না রোনালদিনহো। বাজেয়াপ্ত করা হয়েছে তার দুটি সম্পত্তি। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টে পরে আছে মাত্র ৬ ডলার।

সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর বরাত দিয়ে স্প্যানিশ ট্যাবলয়েড ‘মার্কা’ এক প্রতিবেদনে কিংবদন্তি রোনালদিনহোর এই অর্থনৈতিক দুরাবস্থার কথা প্রকাশ করেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ব্রাজিলের রাজস্ব বিভাগ রোনালদিনহোর ব্যাংক একাউন্ট তলব করলে দেখা যায়, তার ব্যাংক একাউন্টে কোনো অর্থই অবশিষ্ট নেই। এটি দেখে রীতিমতো চমকে যায় পাওনাদার সংস্থাগুলো। পরে তারা রোনালদিনহোর দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদিনহোর ব্যাংক অ্যাকাউন্ট তলব করে সেখানো মাত্র ৬ ডলার পাওয়া গিয়েছিল।

ব্রাজিলের বিখ্যাত ফুটবলার রোনালদিনহো তার সময়ের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবেও স্বীকৃত ছিলেন। খেলতেন স্পেনের বার্সেলোনা ক্লাবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে ব্যাপকভাবে পরিচিত রোনালদিনহো দুটি ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার এবং একটি ব্যালন ডি’অর জিতেছেন। রোনালদিনহোই একমাত্র খেলোয়াড় যিনি একটি বিশ্বকাপ, একটি কোপা আমেরিকা, একটি কনফেডারেশন্স কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি কোপা লিবের্তাদোরিস এবং একটি ব্যালন ডি’অর জিতেছেন।

ফুটবলের সবুজ গ্রাউন্ডে বেশিরভাগ সময় তাকে দেখা গেছে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপীয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা এবং মিলানে খেললেও রোনালদিনহো মূলত ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন।

পেশাগত ফুটবলার হওয়ার পর থেকেই বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় উঠে আসেন রোনালদিনহো। বলা হয়, ফুটবল ক্যারিয়ার চলাকালীন সময়ে প্রচুর পার্টিতে অংশ নিতেন। অর্থ উড়াতেন দুহাতে।

এমন বিলাসী মনোভাবের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ক্যারিয়ারকে সেভাবে রঙ্গিন করতে পারেননি সাবেক এই বার্সালোনা তারকা। অভিযোগ আছে, ক্যারিয়ারে নিজের সেরাটা দিয়ে খেলেননি রোনালদিনহো। বড় তারকা হয়েও শীর্ষস্থান ধরে রাখার জন্য তার মধ্যে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। একবার ব্যালন ডি'অর জেতার পর তিনি মনে করেছেন, পরলোকগত পিতার স্বপ্ন তিনি পূরণ করে ফেলেছেন।

মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে এসে ঘুরে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। এর পরপরই প্রকাশ পেল তার এই নিদারুণ অর্থকষ্টের থাকার বিষয়টি। প্রিয় তারকার এই দেউলিয়াত্বের খবর ভক্তরা কীভাবে নেয় –এখন সেটিই দেখার বিষয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা