জামালপুরে জমি নিয়ে বিরোধ: হামলায় নারীসহ আহত ৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৩, ১৯:৪২
অ- অ+

জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া শান্তিবাগে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মতিউর রহমান স্বপন (৩৮), মাহবুবা মনি (৩০) এবং শাহিনুর আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মো. মতিউর রহমান স্বপন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মো. মতিউর রহমান স্বপন বলেন, আমার পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে প্রতিবেশী সিরাজুল ইসলাম বাবুল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে জোড়পূর্বক বাথরুমের পাইপ নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি তাদের সঙ্গে কথা বলতে যাই। এক পর্যায়ে ওই বহিরাগত সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এ সময় আমার স্ত্রী, বোন, মা ও বাবা ফেরাতে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও হামলা করে আহত করেন। আমি এ নিয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দায়ের পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার পরিবারের নিরাপত্তা ও সন্ত্রাসী হামলার বিচার চাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.মহব্বত কবির বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। দুইপক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে উভয়পক্ষকে নিয়ে বসে সমাধান করে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা