বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ বাড়ি ভস্মীভূত

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবপুর এলাকায় আবাসন প্রকল্পের ফেস ২এর ৬নং ব্যারাকে হরপদ নামে এক ব্যক্তির ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১০টি টিনের বাড়ি ভস্মীভূত হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন এবং বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন