পোল্যান্ড আ. লীগের সভাপতি মনির, সম্পাদক সাকু

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২০:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে ইউরোপ জুড়ে প্রচারণায় এবার পোল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে সংহতি ও সমর্থন শীর্ষক প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানে দেশটির রাজধানী ওয়ারশতে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

তারা বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার ঐক্য সুদৃঢ় করতে হবে।

তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রবাসে বাংলাদেশিদের মাথা উচু করে চলতে শিখিয়েছেন, বৃদ্ধি করেছেন দেশের মর্যাদা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে এগিয়ে যেতে হবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এছাড়াও সভা থেকে সারাদেশে নৌকা জয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে আবারো প্রধানমন্ত্রী করার অঙ্গীকারাবদ্ধ হোন।

পরবর্তীতে নব গঠিত পোলান্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম চকদার সাকুর নাম ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও খলিলুল কাইয়ুম সিনিয়র সহসভাপতি, শেখ এরশাদুর রহমান সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আফরিন, এতেসামুল হক সেতু এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও মাসুদুর রহমান বাবুর নাম ঘোষণা করেন তারা। এসময় নির্বাচিত নেতৃবৃন্দ জানান, নৌকা জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ইউরোপিয়ান আওয়ামী লীগের পাশে থেকে পোল্যান্ড আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :