ক্রিকেটারদের ফোন দিয়ে যা বলেছেন সাকিব আল হাসান

ব্যর্থ এক বিশ্বকাপ মিশন শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠের লড়াইয়ে নামছে তারা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৮ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। সেই ম্যাচে সাকিব আল হাসান না থাকলেও ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার সময় আঙুলের চোটে পড়ে ছিটকে যান টাইগার এই অধিনায়ক। এরপর থেকেই বিশ্রামে রয়েছেন সাকিব। যে কারণে খেলা হচ্ছে না আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে দলে না থাকলেও ক্রিকেটারদের ফোন করে খোঁজখবর নিয়েছেন। দিয়েছেন ভালো খেলার টোটকাও।
প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগের দিন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে মিস করবেন কি না এবং কোনো পরামর্শ পেয়েছেন কি না যা অধিনায়কত্ব করতে সুবিধা হয়।
এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'আমরা সাকিব ভাইকে মিস করব, সব খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতেই সাকিব ভাই ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, সবাইকে উইশ করেছে। সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন আমরা যেমনটা পারি সেটাই যেন করি।'
শান্ত আরও বলেন, ‘আমাদের জন্য সিরিজটি চ্যালেঞ্জিং। তবে টেস্ট ভিন্ন ফরম্যাট। আমাদের সামর্থ্য আছে। আমরা জিততে পারি এই দুই ম্যাচে। সবাই সেই আলোচনাই করছি। আশা করছি ভালো কিছু হবে।’
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচটি সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুরে।
এ দিকে এই সিরিজের আগে ভোটের জন্য ব্যস্ত সময় যাচ্ছে সাকিবের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক ও বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন তিনি।
(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন