ন্যাশনাল ব্যাংকের আরও ৩ উপশাখার উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩২
অ- অ+

আরও ৩টি নতুন উপশাখার উদ্বোধন করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। রবিবার পৃথক পৃথক ৩টি স্থানে এই উপশাখাগুলোর উদ্বোধন করা হয়।

উপশাখাগুলো হলো- লালমনিরহাট, টমছম ব্রিজ (কুমিল্লা) ও গাছবাড়ী বাজার (সিলেট)। এর মধ্যে লালমনিরহাট উপশাখা উদ্বোধন করেন রাজশাহীর আঞ্চলিক প্রধান ও ইভিপি মো. রাজুনুর রশিদ, টমছম ব্রিজ উপশাখা উদ্বোধন করেন চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও এসভিপি প্রবীর কুমার ভৌমিক এবং গাছবাড়ী বাজার উপশাখা উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক প্রধান ও ভিপি আহমেদ জুলকারনাঈন মাসুম।

পৃথক ভাবে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে ব্যাংকের নীলফামারি, কুমিল্লা ও কানাইঘাট শাখার ব্যবস্থাপকগণ, লালমনিরহাট, টমছম ব্রিজ ও গাছবাড়ী বাজার উপশাখার ইনচার্জগণ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, নতুন এই তিনটি উপশাখার উদ্বোধনের ফলে ন্যাশনাল ব্যাংকের মোট উপশাখার সংখ্যা দাঁড়ালো ৪৮টিতে।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা