এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৮

ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলী মেনে চলার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক লিমিটেডের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো Risk in Digital Banking: Challenges of Managing Risk in Digital Transformation.

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহমুদা হক বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. রাফাত উল্লা খান অনষ্ঠানটি সমন্বয় করেন।

এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট বিজনেস প্রধান মো. মাহবুব আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং নির্বাচিত শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

এছাড়া, ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম ব্যাংকিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং “Risk in Digital Banking” শীর্ষক যুগোপযুগী বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতোবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের Digital Transformation সহ সকল ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান ঝুঁকিগুলো নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় করনীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

আগামী অর্থবছরের বাজেটের আকার কমানোর পরামর্শ আইএমএফের

তাপপ্রবাহ: ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আরও ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

অতি গরমে কী ক্ষতি হচ্ছে আম ধান পোল্ট্রিতে, কতটা প্রস্তুত কৃষি খাত

ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত

বিআরটিএর অভিযান, ৩৯৮ মামলায় ৯ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :