পিএসজির মান বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০১

পিএসজির মান বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৯৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ফরাসি ক্লাবটি। হারলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসত তাদের। এমন ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে দলকে বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলে নিউক্যাসলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ফ্রান্সের ক্লাবটি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটে গোল হজম করে স্বাগতিক পিএসজি। নিউক্যাসলের পক্ষে গোলটি করেন সুইডেনের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। সেই গোলটি শোধ করতে এমবাপ্পের আশ্রয় নিতে হয়েছে বিতর্কিত পেনাল্টির।

পেনাল্টি বিতর্কের ঘটনা ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে। নিউক্যাসলের ডিফেন্ডার টিনা লিভরামেন্টোর বুকে বল লাগার সঙ্গে সঙ্গে পিএসজি খেলোয়াড়রা হ্যান্ডবলের জোর আবেদন জানান রেফারির কাছে। পরে ভিআরে দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ফলে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৮) পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা এমবাপ্পে।

ম্যাচটিতে ড্র করলেও এখনো বাদ পড়ায় শঙ্কায় আছে পিএসজি। যদিও তাদের নকআউটে খেলার সম্ভাবনা অবশ্যই অনেক ভালো। পিএসজি ৫ ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে। গ্রুপপর্বে নিজেদের ফাইনাল ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের, যারা ইতিমধ্যে ১০ পয়েন্ট প্রায় নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। ওই অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে পিএসজি।

দিনের আরেক ম্যাচে এসি মিলানের নকআউটের সম্ভাবনা কমিয়ে দিয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে বরুশিয়া টেবিলের শীর্ষে থাকলেও ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে এসি মিলান।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :