ইতালির বলোনিয়া আ. লীগের সভাপতি নিয়ামত, সম্পাদক বিপ্লব

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৭
অ- অ+

ইতালির অন্যতম নগরী বলোনিয়া আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিয়ামত শিকদার সভাপতি এবং আমির হোসেন খান বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার স্থানীয় একটি হলরুমে বোলোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম বেপারীর সভাপতিত্বে এবং আমির হোসেন খান বিপ্লব পরিচালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক এই সম্মেলনের শুরুতে সমেবত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ভার্চুয়ালি বক্তব্য দেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এছাড়াও অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদি, জামান মোক্তার,ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কমরেড খন্দকার, ইতালি আওয়ামী লীগের প্রচার সম্পাদক রিয়াজ হোসেন, ইতালি মহানগর আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিশেষ অতিথির বক্তব্য দেন।

এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বোলোনিয়া আওয়ামী লীগের সম্মেলন প্রস্তত কমিটির আহ্বায়ক ডায়মন্ড শিকদার, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মিন্টু চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বিপ্লব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন, তরিনো আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি লুৎফুর সরকার, নূর হোসেন, আনকোনা আওয়ামী লীগের নাসির উদ্দিন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি সম্পাদক সহ পাঁচটি পদে একক প্রার্থী থাকায় তাদের কে নির্বাচিত করে নাম ঘোষণা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে লন্ডন থেকে আগত নুরজাহান এবং ইতালির মানসিব সহ স্থানীয় শিল্পীরা সংগীত এবং নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা