নোয়াখালী-৫: ওবায়দুল কাদেরের মনোনয়ন ফরম জমা দিলেন দলীয় নেতারা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:০০| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:৩৩
অ- অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলীয় নেতারা।

বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম দাখিল শেষে প্রশাসনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেন দলীয় নেতারা।

এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের মনোনয়ন ফরম জমা দেওয়া উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

একইদিন দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে ওবায়দুল কাদেরের পক্ষে তার মনোনয়ন ফরম জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/পিএস/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা