নোয়াখালী-৫: ওবায়দুল কাদেরের মনোনয়ন ফরম জমা দিলেন দলীয় নেতারা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:০০| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:৩৩
অ- অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলীয় নেতারা।

বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম দাখিল শেষে প্রশাসনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেন দলীয় নেতারা।