পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে অ্যাভিনিউ ফর গ্লোবাল সলিউশন
ভবিষ্যৎ ভারসাম্য রক্ষায় সবুজ এবং শান্তিপূর্ণ বিশ্বের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে অ্যাভিনিউ ফর গ্লোবাল সলিউশন।
বিশ্বব্যাপী কাজ করা কিছু মহান ব্যক্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাভিনিউ ফর গ্লোবাল সলিউশন প্রতিষ্ঠা করেন। এটাকে তারা AGS বলে থাকে।
এশিয়া-ইউরোপ, আফ্রিকা-আমেরিকা, মধ্যপ্রাচ্য-অস্ট্রেলিয়া পর্যন্ত তাদের অংশীদারদের সঙ্গে প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে। যারা সুখের সমাধান, মানবাধিকারের সমাধান, নিরাপত্তা ও শান্তির সমাধানের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
AGS পিছিয়ে থাকা এসব গোষ্ঠীগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য এবং সকলের জন্য একটি নিরাপদ বিশ্ব তৈরির পথে আনতে বদ্ধ পরিকর।
বাংলাদেশে তেমন তিনজন গুণী ব্যক্তিত্বতে গত ২৪ নভেম্বর ঢাকার গুলশানের একটি হোটেলে সংবর্ধনা দেয় গ্লোবাল সলিউশনের এভিনিউ। তিন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন সবুজ অর্থায়নের জন্য- ড. মো. মাহমুদুল হক, বিজ্ঞানের জন্য- ড. সোপান দাস, ব্যবসায়িক ক্ষেত্রে আবুল বাশার।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/ইএইচ)