কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৫ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৩

সারা দেশে চলমান বিএনপির ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আড়াইটার কিছু পর কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের একটি টহল টিম উপস্থিত ছিল। তারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘ওই এলাকায় মহাসড়কের পাশে ২০-২৫টি বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তিনটি বাসে কেউ আগুন লাগিয়ে চলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাইনি। কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস.৩০নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :