গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামিদ শেখ ওরফে ফয়সাল (৩৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকার তমা প্রজেক্টের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদ শেখ ওরফে ফয়সাল গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টে কর্মরত শরিফুল শেখের ছেলে। তার বাড়ি সদর উপজেলার বেতগ্রাম এলাকায়।
নিহতের পিতা শরিফুল শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলে ফয়সালকে রাতে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ফেলে গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, হত্যা মামলার রহস্য উদঘাটনে আমরা এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন