প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় গণসংহতির কর্মসূচি পণ্ড

রাজধানীর পুরানা পল্টনে প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় পণ্ড হয়েছে হরতালের সমর্থনে বের হওয়া গণসংহতির নেতাকর্মীদের মিছিল। রাস্তা দখলে পুলিশ তাদের বাধা দিলে এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এলে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে দাঁড়াতে বলে। পরে তারা এক পাশে দাঁড়িয়ে সমাবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় তাদের দলের এক কর্মী ভিডিও করায় পুলিশ তাকে ধরার চেষ্টা করে। এতে দু পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। পরে গণসংহতির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শেষ করে চলে যান।
এ বিষয়ে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু ঢাকা টাইমস কে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে যাই। পুলিশ আমাদের বাধা দেয়। পুলিশ রাস্তা ছেড়ে দিতে বলার পর আমরা রাস্তা ছেড়ে দিই। তারপরও পুলিশ আমাদের ওপর হামলার চেষ্টা চালায়।’
তিনি বলেন, ‘পুলিশ আমাদের নারী কর্মীদের ধাক্কা দেয় এবং সমাবেশ করতে বাধা দেয়। পরে আমরা সেখানে সমাবেশ না করে মিছিল নিয়ে যখন চলে যাচ্ছিলাম, তখনও তারা পেছন থেকে আমাদের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য এমন উস্কানি, ষড়যন্ত্র আরও কিছুদিন চলবে। তবে এসব করে সরকার সফল হবে না।’
শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘তারা এখানে রাস্তা বন্ধ করে অসৎ উদ্দেশ্যে পুলিশকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। পুলিশ রাস্তা থেকে সরে গিয়ে তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুরোধ করলেও বারবার পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করা হলে তারা চলে যায়।’
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এমএইচ/ইএস)

মন্তব্য করুন