কুষ্টিয়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডের বাড়াদির মাঠে ভাগাড় এলাকায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পিয়াস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পিয়াস কুষ্টিয়া সদরের ১৮নং ওয়ার্ড পশ্চিম মজমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে গাছের ডালে গলায় দড়ি দেয়া অবস্থায় লাশ ঝুলে থাকতে দেখে তার পরিবার ও এলাকাবাসী। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়রা জানান, পিয়াস মাদক সেবন করত। পিয়াসের বন্ধুরা জানান, দীর্ঘদিন ধরে বাড়াদী এলাকার আমিরুলের মেয়ে শাবনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার।
এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন