রংপুরে ৬টি আসনে ৪৯ জনের মনোনয়ন দাখিল

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৪৩

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসন থেকে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৯ জন সদস্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জামাদানের শেষদিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে, রংপুর-১ আসনে ১২টি এবং সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে রংপুর-৪ আসনে ৪টি।

রংপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, শাহিনুর আলম, আসাদুর জামান, মনঞ্জুম আলী ও মোশারফ হোসেন।

রংপুর-২ আসনে আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, জাকের পার্টির আশরাফ-উজ-জামান, বিএনএফএর জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী সুমনা আক্তার ও বিশ্বনাথ সরকার।

রংপুর-৩ আওয়ামী লীগের বাবু তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের শহিদুল ইসলাম, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, স্বতন্ত্র এটিএম রাকিবুল বাশার ও তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানী।

রংপুর-৪ আসন থেকে বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের টিপু মুন্সি, জাতীয় পার্টির মোস্তফা সিলিম, বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাকিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রংপুর-৫ আসনে আওয়ামী লীগের রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া, বিএনএফফের আব্দুল বাতেন ও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন।

রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির নুর আলম মিয়া, জাকের পার্টির বেদারুল ইসলাম, তৃণমূল বিএনপির ইকবাল হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও তাকিয়া জাহান চেধুরী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিণাকুণ্ডে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :