নোয়াখালীর ৬টি আসনে স্বামী-স্ত্রীসহ ৫৫ জনের মনোনয়ন জমা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ২০:১৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নোয়াখালীর ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫৫ জন প্রার্থী। যার মধ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী এবং তার স্ত্রী আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সাংসদ আয়েশা ফেরদাউস।

যার মধ্যে একজন আওয়ামী লীগের মনোনীত এবং অপরজন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলায় সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন প্রার্থী এবং তাদের সমর্থকরা।

শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেওয়ার তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন জমা দেওয়া শুরু করেন বিভিন্ন দলের প্রার্থীরা। যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৬টি আসনে মনোনীত ৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও দলটি থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন।

আসন ভিত্তিক মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা:

নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম, গণফ্রন্ট থেকে মো. খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. শাহ আলম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মো. মোমিনুল ইসলাম, তরিকত ফেডারেশন এ কে এম সেলিম ভূঁইয়া, স্বতন্ত্র (আ.লীগ) জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র (আ.লীগ) মো. তুষার, জাকের পার্টি মো. মোশারফ হোসেন, স্বতন্ত্র (আ.লীগ) খন্দকার আর আমিন, বাংলাদেশ কংগ্রেস আবু নাছের ওয়াহেদ ফারুক।

নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নাইমুল আহসান, জাকের পার্টি এ টি এম হোসেন হায়দার, স্বতন্ত্র (আ.লীগ) মো. শিহাব উদ্দিন, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিজোট রবিউল হোসাইন, স্বতন্ত্র (আ.লীগ) আবু জাফর টিপু, স্বতন্ত্র (আ.লীগ) এস এম জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র (আ.লীগ) জাহাঙ্গীর হোসেন বাবর, জাতীয় পার্টি তালেবুজ্জামান, স্বতন্ত্র (আ.লীগ) আবদুস সাত্তার, কল্যাণ পার্টি কাজী সরওয়ার আলম, স্বতন্ত্র (আ.লীগ) মো. আতাউর রহমান ভূঁইয়া।

নোয়াখালী-৩ আসনে মানোয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মামুনুর রশীদ কিরন, বাংলাদেশের সাম্যবাদী দল মহিউদ্দিন, জাতীয় পার্টি ফজলে এলাহী সোহাগ, জাকের পার্টি মুহাম্মদ বাহার উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জয়নাল আবদীন, স্বতন্ত্র (আ.লীগ) মিনহাজ আহমেদ, স্বতন্ত্র (আ.লীগ) আক্তার হোসেন, স্বতন্ত্র (আ.লীগ) ডা. এ বি এম জাফর উল্যা, স্বতন্ত্র (আ.লীগ) আবুল কাশেম, সাংস্কৃতিক মুক্তিজোট মুহাম্মদ সুমন আল হোসাইন ভূঁইয়া, স্বতন্ত্র (আ.লীগ) মো. মনিরুল ইসলাম।

নোয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ আবদুল মন্নান, স্বতন্ত্র (আ.লীগ) মো. শিহাব উদ্দিন শাহিন, জাকের পার্টি মো. সোহরাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এস এম রহিম উল্যা, জাতীয় পার্টি মোবারক হোসেন আজাদ, গণতন্ত্রী পার্টি সারওয়ার ই দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আবদুল আলিম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. জিহাদ চৌধুরী।

নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ শামছুদ্দোহা, জাতীয় সমাজতান্ত্রিকদল (জাসদ) মোহাম্মদ মকছুদের রহমান, জাতীয় পার্টি খাজা তানভীর আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট শাকিল মাহমুদ চৌধুরী।

নোয়াখালী-৬ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোহাম্মদ আলী, স্বতন্ত্র (আ.লীগ) ও বর্তমান সাংসদ আয়েশা ফেরদাউস, জাতীয় পার্টি মুশফিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোহাম্মদ মোজাম্মেল হক, স্বতন্ত্র (আ.লীগ) মো. আমিরুল ইসলাম, এনপিপি তারিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :