কুষ্টিয়ায় বাস শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
কুষ্টিয়ায় বাসের চালককে গালিগালাজ করায় পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে শ্রমিকরা। এতে এক এসআই সহ তিন পুলিশ সদস্য আহত হন। বৃহস্পতিবার রাতে শহরের মজমপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়ায় গড়াই পরিবহনের একটি গাড়ি ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ ঘোরাতে নিষেধ করে। একপর্যায়ে ট্রাফিক পুলিশের সাথে চালকের বাকবিতন্ডা হয়। একথা ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা রেল লাইনের পাথর পুলিশের দিকে ছুড়তে থাকে। শ্রমিকদের পাথরের আঘাতে কুষ্টিয়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক দিপঙ্কর সহ তিন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মজমপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গড়াই পরিবহনের ঢাকা মেট্রো-১৪৮৪৮৪ নাম্বারের গাড়িটি ট্রাফিক মোড় দিয়ে ঘোরাতে গেলে ট্রাফিক পুলিশ নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়িটি ঘোরাতে গেলে গাড়িটি আটক করা হয়। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে সেই সাথে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ চালক ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাতে হাতকড়া দিতে যায় এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখা হয়।এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, শ্রমিক ও পুলিশের সাথে ঝামেলা হতেই পারে। এটা বসে ঠিক করে নেওয়া যায়। তবে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করা এটা খুবই দুঃখজনক। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ভুল বোঝাবুঝির জন্য অনাকাঙ্খিত এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে পুলিশের ওপরে হামলার ঘটনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)